Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিফলেট-জিহাদি বইসহ ২ জঙ্গি আটক


৩০ নভেম্বর ২০১৭ ১১:০৯

সারাবাংলা প্রতিবেদক

চট্টগ্রামের ফৌজদারহাট এলাকা থেকে লিফলেট এবং জিহাদি বইসহ ২ জঙ্গিকে আটক করেছে র‌্যাব। ফৌজদারহাট স্টেশন এলাকা থেকে বুধবার দিনগত রাতে তাদের আটক করা হয়। আটক তরুণরা হলেন শাকিল ও রাহাদুল।

র‌্যাব জানায়, রাতে স্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করার সময় দুই ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হয়। দাঁড়াতে বললে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে, এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ জিহাদি বই ও লিফলেট এবং ১টি চাকু পাওয়া যায়।

সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই তরুণ জানিয়েছে, ইউটিউবে জিহাদি ভিডিও এবং বিভিন্ন দেশের মুসলিমদের উপর নির্যাতনের ঘটনা দেখে তাদের জঙ্গি হওয়ার আগ্রহ জন্মে। রাতে টহলরত পুলিশ এবং বিজিবির উপর হামলার পর অস্ত্র-গুলি লুট করে জঙ্গি কার্যক্রম চালনোর পরিকল্পনার ছিল ওই দুই তরুণের।

১৭০৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭

এটি

জঙ্গি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর