Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের


১৩ নভেম্বর ২০১৮ ১৯:০০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

সিরাজগঞ্জ: পারিবারিক কলহের জের ধরে সিরাজগঞ্জের বেলকুচিতে ছেলের ছুরিকাঘাতে নার্গিস খাতুন (৪৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে ইয়াছিন (১৭) পলাতক রয়েছে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তামাই কলিয়াপাড়ায় এ ঘটনা ঘটেছে।

মৃত নার্গিস খাতুন কালিয়া পাড়া গ্রামের কোরবান আলীর স্ত্রী।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সংবাদ পেয়ে মরদেহ থানায় আনা হয়েছে। মৃতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে ইয়াছিন পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এমএইচ

ছুরিকাঘাত পলাতক মৃত্যু সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর