Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীকে ফের মামলার তালিকা দিলো বিএনপি


১৩ নভেম্বর ২০১৮ ১৮:২৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৮ ১৮:৩৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আবারও প্রধানমন্ত্রীকে দলের নেতাকর্মী, সমর্থকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তালিকা দিয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি।

মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় দলটির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু মামলার তালিকা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সেখানে তার কাছ থেকে মামলার তালিকা গ্রহণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রুহুল আমিন।

এর আগে, গত ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তালিকা চান। এ সময় রাজনৈতিক মামলাগুলোর বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। নতুন করে বিরোধী দলের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি না করার আশ্বাসও দেন শেখ হাসিনা।

এরই পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর দ্বিতীয় দফা সংলাপের সময় প্রধানমন্ত্রীকে দলের নেতাকর্মী সমর্থকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তালিকা দেয় বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, প্রধানমন্ত্রী আশ্বাস দেওয়ার পরও মামলা-হামলা, গ্রেফতার কমেনি। প্রতিদিনই নতুন নতুন মামলা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। সে বিষয়টি অবহিত করতেই প্রধানমন্ত্রীকে দ্বিতীয় দফা তালিকা দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি।

আরও পড়ুন-

ভোটের আগে রাজনৈতিক মামলা ও আটক নয়, পুলিশকে নির্দেশনা

সারাবাংলা/এজেড/টিআর

গায়েবি মামলা বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর