Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়ারল্যান্ডে ‘এলিয়েন উড়োজাহাজ’


১৩ নভেম্বর ২০১৮ ১১:৫১ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৮ ১২:২৮

।। আন্তর্জাতিক ডেস্ক।।

আয়ারল্যান্ডের দক্ষিণ-পশ্চিম উপকূলে ‘এলিয়েন উড়োজাহাজ’ দেখার দাবি করেছেন একাধিক পাইলট। তাদের দাবির ভিত্তিতে ওই অঞ্চলজুড়ে তদন্ত চালু করেছে আইরিশ এভিয়েশন অথরিটি। খবর বিবিসির।

স্থানীয় সময় শুক্রবার (৯ নভেম্বর) সকাল ৬.৪৭ মিনিটে ব্রিটিশ এয়ারওয়েজের এক নারী পাইলট আয়ারল্যান্ডের শ্যানন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে।

তিনি জানতে চেয়েছিলেন, আয়ারল্যান্ডের দক্ষিণ-পশ্চিম উপকূলের আকাশসীমায় কোন সামরিক অনুশীলন চলছে কী না! কেননা তিনি খুব দ্রুত গতিতে কোন বস্তু চলে যেতে দেখেছেন।

ট্রাফিক কন্ট্রোল জানায়, এরকম কোন অনুশীলন চলছে না। পরবর্তীতে ওই পাইলট জানান, সেখানে খুব উজ্জ্বল আলো দেখা যাচ্ছিল ও একটি উড়ন্ত বস্তু দ্রুত গতিতে তাদের বিমানটির বাম দিক থেকে এসে উত্তর দিকে চলে গেছে।

বস্তুটি কী হতে পারে তা নিয়ে বিস্ময় প্রকাশ করে পাইলট জানান, বস্তুটি সংঘর্ষে জড়াতে চায়নি।

এদিকে, ভার্জিন আটলান্টিক প্লেনের এক বিমানের পাইলট জানান যে, এটি কোন উল্কা বা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশকারী কোন বস্তু হতে পারে।
তিনি বলেন, ওই প্রথম বস্তুটিকে অনুসরণ করে আরও কয়েকটি একইরকম বস্তু একইদিকে উড়ে যাচ্ছিল। বস্তুগুলো খুবই উজ্জ্বল ছিল। পাইলট জানান, তিনি এরকম দু’টি বস্তু দেখেছেন। বস্তুগুলো দ্রুততার সঙ্গে উড়ে চলে গেছে।

একজন পাইলট জানান, বস্তুগুলোর গতি ছিল মহাকাশীয়- ম্যাক ২ এর মতো। উল্লেখ্য, ম্যাক ২ এর গতি হচ্ছে শব্দের গতির প্রায় দ্বিগুণ।

আইরিশ এভিয়েশন অথরিটি বলেছে, শুক্রবার অল্প সংখ্যক বিমান থেকে আকাশ সীমায় অস্বাভাবিক কার্যকলাপের খবর শোনার পর আমরা একটি প্রতিবেদন দাখিল করেছি। প্রতিবেদনটি নিয়ে তদন্ত করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ আরএ

আইরিশ এভিয়েশন অথরিটি আয়ারল্যান্ড এলিয়েন উড়োজাহাজ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর