ইরানের স্কুলে ইংরেজি শেখা নিষিদ্ধ
৮ জানুয়ারি ২০১৮ ১২:৪১ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৪৬
সারাবাংলা ডেস্ক
ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক ঊর্ধ্বতন শিক্ষা কর্মকর্তা।
এসব বিদ্যালয়ে ইংরেজি শেখানো মানে ‘পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন’ বলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি সতর্ক করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারি বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখন থেকে ইংরেজি শিক্ষা দেশটির আইনের পরিপন্থী বলে রোববার রাষ্ট্রীয় টিভিতে ঘোষণা করেন উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদের প্রধান মেহদি নাবিদ-আদাম।
এ শিক্ষা কর্মকর্তা বলেন, প্রাথমিক শিক্ষার মধ্য দিয়ে সাধারণত শিশুদের ইরানি সংস্কৃতির ভিত গড়ে উঠবে এটিই ধরে নেওয়া হয়।
ইরানে ইংরেজি শিক্ষা শুরু হয় মাধ্যমিক স্কুল থেকে, ১২ থেকে ১৪ বছর বয়সে। তবে কিছু কিছু প্রাথমিক স্কুলে এর চেয়ে কম বয়সী শিশুদেরও ইংরেজি শিক্ষা দেওয়া হয়।
সারবাংলা/টিএম