Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাঝে চুক্তি স্বাক্ষরিত


১২ নভেম্বর ২০১৮ ২২:২৬

।।জবি করেসপন্ডেন্ট।।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে একটি ‘সমঝোতা স্মারক’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার(১২ নভেম্বর) দুপুরে উপাচার্য মহোদয়ের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান উপস্থিতিতে সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পক্ষে ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাহিদ আলম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহা-পরিচালকের পক্ষে যুগ্ম-সচিব মুনুরুজ্জামান শরীফ, এনডিসি চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও ইন্সটিটিউটের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় মাদক বিরোধী কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য জবির পাঁচজন শিক্ষক, দুইজন ছাত্র-ছাত্রী, অভিভাবক প্রতিনিধি একজন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তার সমন্বয়ে নয় সদস্য একটি কমিটি গঠন করা হবে। উভয়পক্ষ নিজ নিজ পক্ষের সদস্যদের মনোনয়ন করবেন। উক্ত কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিব হবেন জবির শিক্ষক।

সারাবাংলা/ আরএ

জবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সমঝোতা স্মারক

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর