তৃতীয়বারের মতো ঢাকায় আন্তর্জাতিক ডাটা সেন্টার সামিট
১২ নভেম্বর ২০১৮ ১৭:১১ | আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ১৮:০৫
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ঢাকায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ডাটা সেন্টার সামিট। আগামী ১৫ ও ১৬ নভেম্বর রাজধানীর ফার্মগেট, খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি কমপ্লেক্স) এই সামিট অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডাটা সেন্টার ডিসি-আইকনের নির্বাহী পরিচালক মাহমুদ পারভেজ এ কথা জানান।
এসময় তিনি বলেন, আপামর শিক্ষিত শ্রেণিকে এই খাতে উৎসাহিত করার মাধ্যমে সময়োচিত ও প্রাসঙ্গিক কারিগরি শিক্ষাদান করে এই খাতকে আরও বেগবান করে তুলতে হবে। আমরা যদি সঠিকভাবে এই খাতের জন্য দক্ষ জনগোষ্ঠী ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে পারি, তাহলে আগামীতে তথ্যপ্রযুক্তির এই খাতটি আরও সমৃদ্ধ হবে এবং দেশে আন্তর্জাতিক মানের প্রকৌশলী গড়ে উঠবে।
এসময় মাহমুদ পারভেজ আরও জানান, ডাটা সেন্টার বিশেষজ্ঞদের সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, অদক্ষ ও অনগ্রসর কারিগরি সঞ্চালক নিয়োগ বা প্রয়োগ, আধুনিক বিজ্ঞানের শক্তির উৎস বিদ্যুৎ খাতকে যুগোপযোগী করে ব্যবহার করতে না পারা ডাটা সেন্টারের অবকাঠামোগত উন্নয়নে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
সংবাদ সম্মেলন শেষে ডিসি আইকনের পক্ষ থেকে সবাইকে এই মেলায় আমন্ত্রণ জানানো হয়।
সারাবাংলা/এসও/টিআর