‘খালেদা জিয়া অসুস্থ, ভোট নিয়ে কথা হয়নি’
১২ নভেম্বর ২০১৮ ১৬:৪৭ | আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ১৬:৫৩
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: খালেদা জিয়ার নামে তিন আসনের মনোনয়নপত্র কেনার কয়েকঘণ্টা পর বিএনপির শীর্ষ পাঁচ নেতা পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।
খালেদা জিয়ার সঙ্গে দেখা শেষে সোমবার (১২ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট নিয়ে তার সঙ্গে কথা হয়নি। তিনি ভীষণ অসুস্থ। অনেকদিন পর তার সঙ্গে দেখা হলো, সেখানে তার শারীরিক অসুস্থতা নিয়েই কথা হয়েছে।’
এ সময় খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তির দাবি করেন বিএনপি মহাসচিব।
এর আগে দুপুর সোয়া ২টায় বিএনপির পাঁচ নেতা কারাগারে দলীয় প্রধানের সঙ্গে দেখা করতে যান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেল সাড়ে ৪টায় বের হন নেতারা।
ফখরুল জানান, জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি যে ঐক্য গড়েছে তাতে তিনি দোয়া করেছেন।
সারাবাংলা/ইউজে/একে
আরও পড়ুন
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে পাঁচ নেতা