খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারা ফটকে বিএনপি নেতারা
১২ নভেম্বর ২০১৮ ১৪:১১ | আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ১৪:৫৩
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: দলের চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে গেছেন বিএনপি নেতারা।
সোমবার (১২ নভেম্বর) দুপুর সোয়া ২টায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করতে যান তারা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস। কিছুক্ষণের মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার পৌঁছাবেন। কারা কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর ওই পাঁচজন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারবেন।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার জন্য তোলা মনোনয়ন ফরমে সই এবং নির্বাচনের সার্বিক বিষয়ে অবহিত করতে সিনিয়র নেতারা সেখানে যাচ্ছেন।
সারাবাংলা/এজেড/ইউজে/একে