Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিরার স্বাদে কোকা-কোলার ‘রিমঝিম’


৮ জানুয়ারি ২০১৮ ১০:৪৪

স্টাফ করেসপনডেন্ট

জিরা আর মসলার স্বাদে নতুন কোমল পানীয় ‘রিমঝিম’ নিয়ে এসেছে খ্যাতনামা ব্র্যান্ড কোকা-কোলা। রোববার রাজধানীর এফডিসিতে ‘রিমঝিম’র উদ্বোধন করেন কোকা-কোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার মোস্তাফিজুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাদাব খান, ইন্টারন্যাশনাল বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক তাপস কুমার মণ্ডল, কোকা-কোলার কান্ট্রি মার্কেটিং ম্যানেজার মোসায়ের আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।

‘রিমঝিম’ বাজারজাত প্রসঙ্গে সাদাব খান বলেন, ‘এই অঞ্চলের ভোক্তারা মসলাদার খাবার পছন্দ করেন। তাদের সেই পছন্দের সঙ্গে মিল রেখে মসলা ও জিরার স্বাদযুক্ত রিমঝিম বাজারে আনা হয়েছে।’

ক্রিকেটার মোস্তাফিজ বলেন, ‘দেশ ও দেশের বাইরে সবাই কোকা-কোলা খুবই পছন্দ করে। তখন আমি আনন্দের সঙ্গে বলি যে, এটা আমার ব্র্যান্ড। কোকা-কোলা সব সময় ভালো লাগে। নতুন পানীয় রিমঝিমও অনেক টেস্টি।’

অনুষ্ঠানে জানানো হয়, শুরুর দিকে প্রধান প্রধান শহরগুলোতে ২৫০ মিলিলিটারের বোতলে পাওয়া যাবে রিমঝিম। দাম হবে ২০ টাকা। পরে এটি ৫০০ মিলিলিটারের বোতলেও বাজারজাত করা হবে।

সারাবাংলা/টিএস

কোকা-কোলা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর