Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলাম রক্ষা করতে শেখ হাসিনাকে দরকার: নৌমন্ত্রী


১১ নভেম্বর ২০১৮ ১৯:৩১ | আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ২০:৩৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় না এলে বাংলাদেশে ইসলামের হেফাজত হবে না। ইসলামকে রক্ষা করতে হলে শেখ হাসিনাকে দরকার। তাই শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে আলেম-ওলামাদের দোয়ার পাশাপাশি নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ বিশ্ব শান্তি আহ্বায়ক সমিতির আয়োজনে উগ্রবাদ, ধর্মান্ধ ও জঙ্গিবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, শেখ হাসিনা আল্লাহর ওপর ভরসা রেখে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পথ অনুসরণ করে কওমি মাদ্রাসার লাখ লাখ শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করেছেন। তারা এতদিন ধরে পড়ালেখা করলেও সেই স্বীকৃতি অন্য কোনো সরকার দিতে পারেনি। শেখ হাসিনা আরবি বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন। আজকে যারা বড় বড় কথা বলেন, ইসলাম নিয়ে যারা ক্ষমতায় যেতে চান, আমি নিঃসন্দেহে বলতে পারি— তাদের দ্বারা ইসলামের হেফাজত হবে না।

মন্ত্রী বলেন, ইসলামকে রক্ষা করতে হলে শেখ হাসিনাকে দরকার। জঙ্গি এবংও সন্ত্রাসীদের হাত থেকে দেশকে রক্ষা করতেও শেখ হাসিনাকে দরকার।

শাজাহান খান বলেন, কোরআনের আয়াতে বলা আছে, ফ্যাসাদ সৃষ্টিকারীদের কর্ম আল্লাহ সফল করেন না। বিএনপি-জামায়াত জোট জনগণকে হত্যা করেছে, তারা পুলিশ হত্যা করেছে, বিজিবি হত্যা করেছে। তারা ফ্যাসাদ তৈরি করেছে। কিন্তু এত চেষ্টা করেও তারা সফল হতে পারেনি। কারণ পবিত্র কোরআনের আয়াত তো মিথ্যা হতে পারে না। বিএনপির অসৎকর্ম সফল হয়নি, সফল হবেও না।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা। ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান, আকিজ মোটরসের সিও এস কে আমিন উদ্দিনসহ সমিতির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জাম খাঁন কামাল ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের উপস্থিত হওয়ার কথা থাকলেও তারা অনিবার্য কারণে উপস্থিত হতে পারেননি।

সারাবাংলা/এসএইচ/টিআর

নৌমন্ত্রী শাজাহান খান

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর