Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিমকোর্টে ডাচ-বাংলা ব্যাংক বুথ’র উদ্বোধন


১১ নভেম্বর ২০১৮ ১৮:৫৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আইনজীবীদের লেনদেন আরও সহজ করতে সুপ্রিমকোর্ট এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক বুথ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১১ নভেম্বর) দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আইনজীবী সমিতির ভবনের পাশে স্থাপিত বুথটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক বুথ খুবই প্রয়োজন ছিল। আমি আনন্দিত সুপ্রিমকোর্ট বারে এমন একটি বুথ স্থাপন করা হলো। আজকে এ বুথ উদ্বোধনের মাধ্যমে আইনজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।

তিনি বলেন, রাস্তাঘাটে টাকা নিয়ে চলাফেরা করা নিরাপদ না। যেহেতু এই বুথেই টাকা উত্তোলন ও জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে- আমি মনে করি, এখন বিষয়টা নিরাপদ হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম উপস্থিত ছিলেন।

আবুল কাশেম বলেন, এই বুথে দু’টি অটোমেটেড টেলার মেশিন (এটিএম) এবং একটি কিয়স্ক মেশিন স্থাপন করা হয়েছে। এখান থেকে কেউ চাইলে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন।

সারাবাংলা/এজেডকে/এটি

ডাচ-বাংলা ব্যাংক ফাস্ট ট্র্যাক বুথ সুপ্রিমকোর্ট

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর