বাণিজ্যমেলায় নারী ক্রেতাদের ভিড়, কিনছেন সংসারের জিনিস
৮ জানুয়ারি ২০১৮ ০৯:১৪ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৪৬
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা : বাণিজ্যমেলায় আসা নারী ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে সব সময় থাকে সংসারের জিনিসপত্র। এ বছরও এর ব্যতিক্রম ঘটেনি। আর তাই হাড়ি-পাতিলসহ ঘর সাজানোর জিনিসপত্রের স্টলগুলোতে দিনভর ভিড় জমে রেখেছেন নানা বয়সী নারী ক্রেতা। লম্বা সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে গৃহিণীরা কিনছেন তাদের পছন্দের জিনিস।
আগারগাঁওয়ের বাসিন্দা কল্পনা মজুমদার (৪০) সারাবাংলাকে বলেন, ‘এবারের মেলা থেকে এখন পর্যন্ত সংসারের জিনিসই বেশি কেনা হয়েছে। শুধু দিল্লী এলুমিনিয়াম থেকেই প্রেসার কুকার, হটপট, ছাকনি ও তরকারীর চামচসহ সাড়ে তিন হাজার টাকা মালামাল কিনেছি। প্রতিবছরই এই দোকান থেকে কোন না কোন নতুন কিছু কেনা হয়ে থাকে।’
ফার্মগেটের বাসিন্দা ডালিয়া মেলায় এসেছেন স্বামী নুরুস সাফা আর আড়াই বছরের মেয়েকে নিয়ে। ডালিয়া সারাবাংলাকে বলেন, ‘আমার হাজবেন্ডের মনে হয়েছে চপার আমার জন্য খুব উপকারী হবে। এটা দিয়ে কাটাকাটি সহজ হবে। তাই চপার আর সবজি কাটার কিনলাম।’
সিরাজগঞ্জ থেকে মেলায় এসেছেন আমজাদ হোসেন (৬০) ও হাফিজা বেগম। হাফিজা সারাবাংলাকে বলেন, ‘ঝুড়ি, চামচ ও ঘরের জন্য প্লাস্টিকের কিছু আসবাব কিনেছি।’ আর মিরপুরে ছেলের বাসায় থাকেন টাঙ্গাইলের রিজিয়া খাতুন (৫০)। ছেলে ও ছেলের বউয়ের সাথে মেলায় আসা রিজিয়াও সারাবাংলাকে জানান, ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসই বেশি কেনা হয়েছে তাদের।
আগারগাঁও থেকে স্বামী উত্তম অধিকারীর সাথে মেলায় আসা উর্মি রায় সারাবাংলাকে বলেন, মেয়েরা কসমেটিক্স, ঘর সাজানোর জিনিস ও হাড়িপাতিলই বেশি কিনছে।
বেচাকেনা বেড়ে যাওয়ায় খুশি বিক্রেতারাও। দিল্লী এলুমিনিয়াম প্যাভিলিয়নে সারাক্ষণই লেগে আছে ভিড়। বিক্রয়কর্মী আরিফুল ইসলাম বলেন, ‘মেলায় এখন পর্যন্ত বেচাকেনা ভালো। প্রতিদিনই এক থেকে দেড় লাখ টাকার মালামাল বিক্রি হচ্ছে। তবে ছুটির দিনে বিক্রি বেড়ে দাঁড়ায় ৩ থেকে ৪ লাখ টাকা।’
ওয়েলবার্গ স্টলের মালিক রাফি হাসান বলেন, ‘নতুন যেসব পণ্য এসেছে সেগুলির বিক্রি বেশি। পুরোনো পণ্যের দিকে নারী ক্রেতাদের আগ্রহ কম থাকে।’
এই স্টলে কুরিয়ান অ্যাক্রলিক পণ্য, বোম্বে এলুমিনিয়াম ও প্রিমিয়ান নন স্টিক জাতীয় ঘরের সব জিনিস পাওয়া যাচ্ছে। ফ্রাই প্যান, সসপেন, কড়াই ও ট্রে বিক্রি হওয়া এই স্টলটিতে ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
তবে কম বয়সী নারীদের আগ্রহ কসমেটিক্সের দিকেই বেশি। মেলায় খণ্ডকালীন চাকরি করছেন এমন এক নারী বিক্রয়কর্মী সারাবাংলাকে বলেন, ‘এখন পর্যন্ত কয়েকটি স্টল ঘুরে দেখেছি। কেনাকাটা হয়নি। কিছু কসমেটিক্স পছন্দ করে রেখেছি। শেষদিনে কিনব।’
সারাবাংলা/ইএইচটি/জেডএফ