জাতীয় পার্টি ক্ষমতায় যেতে প্রস্তত: এরশাদ
১১ নভেম্বর ২০১৮ ১৯:২৫ | আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ১৯:২৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ‘আমাদের যাত্রা শুরু হলো, চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে এই যাত্রা শেষ হবে, জাতীয় পার্টি ক্ষমতায় যেতে সম্পূর্ণ প্রস্তুত, বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
আজ রোববার (১১ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান-১ সার্কেলের ইমানুয়েলস্ মিলনায়তনে জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এরপর হুসেইন মুহম্মদ এরশাদ ৩০ হাজার টাকায় একটি মনোনয়নপত্র কেনেন এবং নেতা-কর্মীদের জন্য ১০ হাজার টাকা কমিয়ে প্রতিটি মনোনয়ন ফরমের দাম ২০ হাজার টাকা নির্ধারণ করেন। মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে ৫৩৫ জন মনোনয়ন প্রত্যাশী ফরম কিনেছেন।
অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন। হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর-৩, রওশন এরশাদ ময়মনসিংহ-৪, কো-চেয়ারম্যান জি এম কাদের লালমনিরহাট-৩ এবং মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে মনোনয়ন কিনেছেন।
এ সময় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বলেন, আমরা দেশ ও মানুষের কল্যাণের জন্য কাজ করি। আমাদের রাজনীতি মানুষের সেবার জন্য।
এ ছাড়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, ফখরুল ইমাম এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সৈয়দ আবদুল মান্নান, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতি, মীর আবদুস সবুর আসুদ, নাসরিন জাহান রতনা এমপি, মেজর (অব.) খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু, পীরজাদা শফিউল্লাহ আল মুনির, সেলিম উদ্দিন এমপি, জিয়াউল হক মৃধা এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, আমীর হোসেন ভূইয়া এমপি, রেজাউল ইসলাম ভূইয়া, ইকবাল হোসেন রাজু, গোলাম মোহাম্মদ রাজু, আশরাফ সিদ্দিকী, বাবু সোমনাথ দে, জহিরুল ইসলাম জহির, জহিরুল ইসলাম রুবেল, সুমন আশরাফ, রেজাউল করিম, রোকন উদ্দিন বাবুল, ডা. সেলিনা খান, নুরুন্নাহার বেগম, জাহানারা মুকুল, নাজমা আক্তার ও পনির উদ্দিন আহমেদসহ দলের অন্য নেতারা মনোনয়ন ফরম কেনেন।
সারাবাংলা/এএইচএইচ/এমআই