Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীতাকুণ্ডে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত: পুলিশ


১১ নভেম্বর ২০১৮ ১৭:১৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মো. শামসুদ্দিন ওরফে কোপা শামসু (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন মামুন নামে আরও একজন। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বিরুদ্ধে ডাকাতি, খুনসহ অন্তত ১৪টি মামলা রয়েছে।

রোববার (১১ নভেম্বর) দুপুরে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন সারাবাংলাকে জানান, শনিবার গভীর রাতে উপজেলার নুনাছড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

তিনি জানান, আমাদের কাছে সংবাদ আছে- গভীর রাতে একদল ডাকাত জড়ো হয়েছে। পুলিশ অভিযানে গেলে শামসু ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে একজন নিহত হন। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় শামসু ও মামুনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শামসুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মামুন হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন দেলোয়ার হোসেন।

সারাবাংলা/আরডি/এটি

বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর