Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন


১১ নভেম্বর ২০১৮ ১৭:৫১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জে মোস্তফা কামাল হত্যা মামলায় বাবা-ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১১ নভেম্বর) দুপুরে চাঁদপুর দায়রা জজ আদালতের বিচারক জুলফিকার আলী খান এ রায় দেন।

সাজা প্রাপ্তরা হলেন, একই এলাকার  লুৎফর রহমানের ছেলে আবু তাহের ও তার ছেলে মো. সোহাগ।

মামলার এজাহারে জানা যায়, ফরিদগঞ্জের ভাটেরহদ এলাকার সিরাজুল ইসলামের বাসার সামনের একটি জমি নিয়ে আবু তাহেরের বিরোধ ছিল। ২০১৪ সালের ৩ অক্টোবর এই বিরোধের এক পর্যায়ে আবু তাহেরের লোকজন সিরাজুল ইসলামের পরিবারের সদস্যদে উপর হামলা চালায়। হামলায় সিরাজুল ইসলামের ছেলে মোস্তফা কামাল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর বিকেলে মোস্তফা মারা যায়।

ওই দিন রাতে ১১ জনকে আসামি করে সিরাজুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আবু তাহের ও মো. সোহাগকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি ৯ জনকে বেকসুর খালাস দেন আদালত।

সারাবাংলা/এসএমএন

কারাদণ্ড যাবজ্জীবন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর