মনোনয়ন ফরম নিলেন মাশরাফি
১১ নভেম্বর ২০১৮ ১৪:০২ | আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ১৪:২৪
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম নিতে এসেছেন বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা। রোববার (১১ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে ধানমণ্ডিতে আওয়ামী লীগ অফিসের পাশে নির্বাচনী কার্যালয়ে আসেন মাশরাফি। এ সময় মাশরাফিকে হাত ধরে নির্বাচনী কার্যালয়ে আনেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন।
শনিবার (১০ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অধিনায়ক মাশরাফির ফরম কিনে রেখেছিলেন। মাশরাফি আজ সেই ফরম পূরণ করে জমা দেবেন। নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে লড়বেন মাশরাফি বিন মোর্তজা।
এর আগে, রোববার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে যান মাশরাফি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দোয়া নেন বাংলাদেশের জনপ্রিয় এই ক্রিকেটার।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সারাবাংলা/এনআর/জেএএম
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর দোয়া নিলেন মাশরাফি