আন্দোলন চলতেই থাকবে, চলতে থাক: ড. কামাল
১১ নভেম্বর ২০১৮ ১৩:৫০ | আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ১৪:৫৭
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, নির্বাচনও আন্দোলনের অংশ। আমাদের চলমান আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে যাচ্ছি।’
জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, ‘আন্দোলন চলতেই থাকবে, চলতে থাক। আমরা প্রতিদিনই অবস্থা পর্যবেক্ষণ করব। অবস্থা বুঝে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। আন্দোলন শুরু হয়েছে, প্রয়োজন অনুযায়ী সবকিছুই করা হবে।’
নির্বাচনে প্রতীক কী হবে এর উত্তরে তিনি বলেন, ‘এটা আলাপ-আলোচনা করে আমরা আগামীকাল এ বিষয়ে জানাব।’
সারাবাংলা/একে
আরও পড়ুন