সাকিব মনোযোগী হবেন খেলায়, মনোনয়ন ফরম তুলছেন মাশরাফি
১১ নভেম্বর ২০১৮ ১২:৫৮ | আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ১৫:০০
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন না করে খেলায় মনোযোগ দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১১ নভেম্বর) বেলা ১১টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি জানান, প্রধানমন্ত্রী সাকিব আল হাসানকে বলেছেন সামনে বিশ্বকাপ আছে। বিশ্বকাপের খেলায় বেশি মনোযোগ দাও।
এদিকে জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইলের এক আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আজ মনোনয়ন ফরম নেবেন বলে জানান কাদের।
গত ২৯ মে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল আভাস দিয়েছিলেন যে এবারের নির্বাচনে মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান নির্বাচনে অংশ নেবেন।
মন্ত্রী জানিয়েছিলেন সাকিব আল হাসান মাগুরা-১ আসন ও মাশরাফি বিন মুর্তজা নড়াইল-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সারাবাংলা/এনআর/একে