ঘুমন্ত ভাইকে হত্যা করে থানায় যুবক
১১ নভেম্বর ২০১৮ ১০:১৮ | আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ১০:২১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
আশুলিয়া: আশুলিয়ায় ঘুমন্ত অবস্থায় থাকা বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনার পর নিজেই ধারালো দা হাতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত জাহিদুর রহমান (২৭)।
শনিবার (১০ নভেম্বর) রাত নয়টার দিকে আশুলিয়ার কাইচাবাড়িতে এ ঘটনা ঘটেছে।
মৃত ব্যক্তির নাম আবু তাহের (৪০)। সে কাইচাবাড়ির ফজল লকমানের ছেলে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, ‘শনিবার রাতে ধারালো দা হাতে থানায় আসেন জাহিদুর রহমান। পুলিশকে অনেকটা হতবাক করে দিয়ে জানান, তিনি তার ভাইকে কুপিয়ে হত্যা করেছেন। তাই আত্মসমর্পণ করতে এসেছেন। প্রথমদিকে পুলিশ জাহিদকে মানসিক রোগী মনে করলেও পরে এলাকায় খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পায়।
ওসি আরও জানান, মরদেহের মাথা ও গলায় কোপের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এমএইচ