Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙামাটিতে অস্ত্রসহ জেএসএস কর্মী আটক


১০ নভেম্বর ২০১৮ ১৯:৩৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাঙামাটি : রাঙামাটিতে যৌথ বাহিনীর অভিযানে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য আনন্দ সুদন চাকমা (৪৬) ওরফে বিজয়কে আটক করা হয়েছে।

শনিবার (১০ নভেম্বর) দুপুরে রাঙামাটি শহরের তবলছড়ি পুরাতন পুলিশ লাইন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন ও একটি ভুয়া জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়।

আটকের বিষয়টির নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, জেএসএস কর্মী আনন্দ সুদন চাকমার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, আনন্দ সুদন চাকমা (৪৬) ওরফে বিজয় জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র শাখার কর্মী। তিনি জনসংহতি সমিতির (জেএসএস) রাঙামাটি জেলার চীফ কালেক্টর জ্ঞান শংকর ঘনিষ্ঠ সহযোগী।

সারাবাংলা/এসএমএন

অস্ত্র আটক জেএসএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর