জর্ডানে আবারও আকস্মিক বন্যা: মৃত ১১
১০ নভেম্বর ২০১৮ ১৯:১৬ | আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৯:২৩
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
সপ্তাহব্যাপী ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় জর্ডানে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া, পর্যটন নগরী ও প্রাচীন শহর পেত্রা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে চার হাজার পর্যটককে। খবর বিবিসি।
কর্তৃপক্ষ জানায়, রাজধানীর আম্মানের দক্ষিণ পশ্চিমাঞ্চল মাদাবায় এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ ব্যক্তি। তাদের উদ্ধারে হেলিকপ্টারের সাহায্যে অনুসন্ধান চালানো হচ্ছে। গাড়িসহ তারা বন্যার পানিতে ভেসে যান।
বন্যায় রাজধানীর সাথে অনেক শহরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পেত্রায় কোথাও কোথাও ১৩ ফুট পানি জমেছে বলে রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে। জর্ডানের বন্দরনগরী আকাবায় জারি করা হয়েছে জরুরি সতর্কাবস্থা।
জর্ডানে প্রায়ই আকস্মিক বন্যার ঘটনা ঘটে। গত ২৬ অক্টোবর বন্যার পানিতে স্কুলবাস ভেসে জর্ডানে ১৭ শিক্ষার্থীর মৃত্যু হয়েছিলো। ‘ডেড সি বা মৃত সাগর’ কাছেই ওই দুর্ঘটনাটি ঘটে।
সারাবাংলা/এনএইচ