Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ষপূর্তিতে রিজেন্ট এয়ারওয়েজের টিকেটে বিশেষ ছাড়


১০ নভেম্বর ২০১৮ ১৭:৫০

।। সারাবাংলা ডেস্ক ।।

চট্টগ্রাম ব্যুরো: অষ্টম বর্ষপূর্তিতে বিশেষ ছাড় ঘোষণা করেছে রিজেন্ট এয়ারওয়েজ। ৬টি আন্তর্জাতিক এবং ৪টি অভ্যন্তরীণ রুটে টিকেটের দামে তারা সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাড়ের পর ট্যাক্সসহ ঢাকা থেকে কোলকাতা যাওয়া-আসার প্রতি টিকেটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৪৯৯ টাকা।

এছাড়া, ঢাকা থেকে ব্যাংকক ১৪ হাজার ৯৯৯ টাকা, সিঙ্গাপুর ১৮ হাজার ৯৯৯ টাকা, কুয়ালালামপুর ১৯ হাজার ৯৯৯ টাকা, মাসকাট ২৪ হাজার ৪৯৯ টাকা, দোহা ২৫ হাজার ৯৯৯ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম ৪ হাজার ২৯৯ টাকা, কক্সবাজার ৬ হাজার ২৯৯ টাকা, সৈয়দপুর ৪ হাজার ২৯৯ টাকা ও যশোর ৪ হাজার ১৯৯ টাকা করা হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম থেকে কোলকাতা যাওয়া-আসা ভাড়া ৯ হাজার ৪৯৯ টাকা, ব্যাংকক ১৭ হাজার ৯৯৯ টাকা, মাসকাট ২৪ হাজার ৪৯৯ টাকা, দোহা ২৫ হাজার ৯৯৯ টাকা এবং ঢাকা ৪ হাজার ২৯৯ টাকা করা হয়েছে।

রিজেন্টের দেশব্যাপী বিক্রয়কেন্দ্র ও ট্রাভেল এজেন্ট থেকে ১০ ডিসেম্বরের মধ্যে সাশ্রয়ী মূল্যের এই টিকেট কেনা যাবে।

সাশ্রয়ী মূল্যের টিকেটে ভ্রমণের সময় ১১ নভেম্বর থেকে ২০১৯ সালের ২৬ অক্টোবর পর্যন্ত যাত্রীর পছন্দ মতো সময়ে।

এছাড়া বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ইএমআই সুবিধায় সুদবিহীন সহজ কিস্তিতে এই টিকেট কিনতে পারবেন।

আরও জানার আগ্রহ থাকলে ১৬২৩৮ অথবা +৮৮০-৯৬-১২-৬৬৯৯১১ হটলাইনে ফোন করা যাবে। রিজেন্টের ওয়েবসাইটেও বিস্তারিত তথ্য রয়েছে।

রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) হানিফ জাকারিয়া জানান, আমরা ছয় বছর ধরে বর্ষপূর্তিতে বিশেষ ছাড় ঘোষণা করে আসছি। একমাত্র রিজেন্টই ২০১৩ সাল থেকে এ ধরনের বিশেষ অফার দিয়ে আসছে। প্রতিবছর রিজেন্টের এই আকর্ষণীয় অফারের অপেক্ষায় থাকে সব শ্রেণির মানুষ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনএইচ

বিশেষ ছাড় রিজেন্ট এয়ারওয়েজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর