Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রহণযোগ্য নির্বাচন চায় জাতিসংঘ


১০ নভেম্বর ২০১৮ ১৭:২০

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রতি নজর রয়েছে জাতিসংঘের। জাতিসংঘ চায়, আগামী নির্বাচন যেন সবগুলো রাজনৈতিক দলের সমন্বয়ে অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য হয়।

জেনেভায় জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে এমন মন্তব্য করেন সংস্থাটির মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক। প্রেস ব্রিফিংটি গতকাল ৯ নভেম্বর (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত মধ্যরাত) অনুষ্ঠিত হয়।

মহাসচিবের মুখপাত্র ফারহান হক বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র বাংলাদেশের সর্বশেষ তথ্য জাতিসংঘের নজরে রয়েছে এবং জাতিসংঘ তা পর্যবেক্ষণ করছে। জাতিসংঘ চায় যে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য এবং স্বচ্ছভাবে অনুষ্ঠিত হোক।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘ নিয়মিতভাবে খোঁজ-খবর রাখছে। নির্বাচনের পরিবেশ ঠিক আছে কিনা তা আমরা সময়মতো তুলে ধরব।

নির্বাচন কমিশন গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৩ ডিসেম্বর ভোট উৎসব অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/জেআইএল/এমও

একাদশ জাতীয় নির্বাচন জাতিসংঘ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর