Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈঠকে বিএনপি, নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত রাতেই


১০ নভেম্বর ২০১৮ ১৮:০০ | আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৯:১৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।। 

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছেন বিএনপির শীর্ষ নেতারা।

গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে শনিবার (১০ নভেম্বর) সোয়া ৫টায় বৈঠকটি শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, ‍মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু।

বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক শেষে নেতারা সেখানে ২০ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসবেন।

জোট সূত্রে জানা গেছে, নির্বাচনের যাওয়ার বিষয়ে ২০ দলীয় জোট নমনীয় কিন্তু নির্বাচনের তারিখ পেছানোর জন্য সরকারকে দাবি জানাবে। কারণ দল গোছানো ও মনোনয়নসহ সবকিছু গোছাতে চান নেতারা। এক্ষেত্রে নেতারা চাইবেন জানুযারিতে নির্বাচন হোক।

এদিকে রাতেই বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় রাতে বৈঠক করবেন ঐক্যফ্রন্টের নেতারা।

সারাবাংলা/এজেড/একে

ঐক্যফ্রন্ট জাতীয়-নির্বাচন

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর