Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তালবাহানার নির্বাচন চলবে না: জোনায়েদ সাকি


১০ নভেম্বর ২০১৮ ১৫:২৭

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: লাখো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা বাংলাদেশে তালবাহানার নির্বাচন চলবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি।

জাতীয় প্রেস ক্লাবে শনিবার (১০ নভেম্বর) বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জোনায়েদ সাকি বলেন, ‘আন্দোলনের মাধ্যমে সরকারকে সংযত হতে বাধ্য করা হবে।’

দেশে তৃতীয় শক্তির আবির্ভাব হবে কিনা তা সরকারের আচরণের ওপর নির্ভর করছে। বাম গণতান্ত্রিক জোট সামনের সারিতে নেতৃত্ব দেবে মন্তব্য করে তিনি জনগণকে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সাকি বলেন, ‘সরকার সংবিধানের দোহাই দেয়। জনগণের স্বার্থের জন্যই সংবিধান। নির্বাচনের নামে তামাশা করলে জনগণ উচিৎ জবাব দেবে।’

বিক্ষোভ সমাবেশে বাম গণতান্ত্রিক জোট নেতা মানস নন্দী বলেন, ‘নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে দেখিয়ে দিল তারা কতটা সরকারের আজ্ঞাবহ। ৫ জানুয়ারির নির্বাচনের মতো সরকার তামাশার নির্বাচন করতে চায়। সংবিধানকে নিজেদের মতো সংশোধন করে সরকার তালবাহানা করছে বলেও মন্তব্য করেন তিনি।

বজলুল রশিদ ফিরোজ বলেন, ‘আওয়ামী লীগ নিজেদের ক্ষমতার জন্য এই নির্বাচন কমিশন বসিয়েছে। নির্বাচন কমিশনার সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত ইসিতে অফিস করেন। বিকেল ৫টার পর তিনি সভানেত্রীর কার্যালয় ধানমন্ডিতে অফিস করেন নির্বাচন কমিশনার। এই নির্বাচন কমিশন আওয়ামী লীগের কমিশন।’

এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন বাম জোটের এই নেতা।

সারাবাংলা/এসও/একে

জোনায়েদ সাকি বাম গণতান্ত্রিক জোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর