চতুর্থবারের মতো বসছে বিডি হিপ হপ ফেস্ট
১০ নভেম্বর ২০১৮ ১৬:২৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
হিপ হপ একটি শিল্প আন্দোলন হিসাবে বাংলাদেশে যাত্রা শুরু করে গত শতকের ৯০ দশক এবং তার পরবর্তী সময়ে। এরপর থেকে দেশে হিপ হপ জনপ্রিয়তা লাভ করতে থাকে। ২০১৫ সাল থেকে রাজধানীতে অনুষ্ঠিত হয়ে আসছে হিপ হপ ফেস্ট। তারই ধারাবাহিকতায় চতুর্থবারের মতো বিডি হিপ হপ ফেস্ট ২০১৮-এর আয়োজন চলছে। আগামী ২৯ নভেম্বর বৃহস্পতিবার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের (আইসিসিবি) হল ২-এ অনুষ্ঠিত হবে এই ফেস্ট। যা সন্ধ্যা ৬ টা থেকে বিরতিহীনভাবে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলবে।
শনিবার (১০ নভেম্বর) এ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আয়োজকরা জানান এবারের উৎসবে পারফর্ম করবেন খ্যাতিমান হিপ হপ তারকারা। যাদের মধ্যে থাকছে রাজত্ব-এর র্যাপ, জালালি সেট, বাংলা মেন্টালজ, ডি হাজ, গ্রিন কোস্ট, টি জেড, ব্লু পপার্সের বি-বয় হিপ হপ ড্যান্স, বি-বটস, ডি ওয়ারিয়র্স, ঘোস্ট ইন দ্য সিটির বিট বক্সিং, ডিস্ক জকি হিাসবে ডিজে রিওন এবং ডিজে জি। পাশাপাশি হিপ হপ ফ্যাশন শো ছাড়াও থাকবে আকর্ষণীয় নানা অফার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আশিনুল কবির রাজন, রদেভুঁর চেয়ারম্যান এমএম কামাল পাশা, বিডি হিপ হপ ফেস্ট ২০১৮ এর কোরিওগ্রাফার এবং স্টাইলিস্ট নুরুল মোমেন সোহেল, মডেল শাবনাজ সাদিয়া ইমি।
হিপ হপ ফেস্টের আয়োজক রদেভুঁ প্রাইভেট লিমিটেড।
সারাবাংলা/পিএম