মনোনয়ন ফরম তুললেন কণ্ঠশিল্পী মমতাজ
১০ নভেম্বর ২০১৮ ১৪:১৪ | আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১৪:১৫
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন ফরম কিনেছেন কণ্ঠশিল্পী মমতাজ।
শনিবার (১০ নভেম্বর) দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রির রাজনৈতিক কার্যালয়ের পাশে নির্বাচনী অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে তিনি নির্বাচন করেছেন। আগামী একাদশ সংসদ নির্বাচনের জন্যও তিনি একই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সারাবাংলা/এমএমএইচ/জেএএম