শেখ হাসিনার ফোনে ফের মনোনয়নপত্র বিক্রি শুরু
৯ নভেম্বর ২০১৮ ১৯:২৫
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় প্রথম মনোনয়নপত্র বিক্রি সমাপ্তি ঘোষণার কয়েক মিনিট পর দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে আবার তা বিক্রি শুরু হয়েছে।
সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক ও বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপকে ফোন করে মনোনয়ন বিক্রি করার নির্দেশনা দেন শেখ হাসিনা। ফলে রাত ১০টা পর্যন্ত মনোনয়ন বিক্রি বিতরণ ও জমা চলবে।
প্রথম দিন আওয়ামী লীগের নতুন নির্বাচনী অফিসে আটটি বিভাগের আটটি বুথে ফরম বিতরণ কার্যক্রম চলছে।
দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সারাবাংলাকে বলেন, ‘সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৭০০ মনোনয়নপত্র বিক্রি হয়েছে।’
প্রথমদিনেই প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণে বেগ পেতে হয় কেন্দ্রীয় নেতাদের। প্রার্থীদের ভিড়ে হিমশিম খেতে হয় এ সময়। ঘোষণা মঞ্চ থেকে সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল মনোনয়ন প্রত্যাশীদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, ‘আরও পাঁচদিন মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলবে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই। বুথের সামনে অতিরিক্ত লোকজন নিয়ে অবস্থান করবেন না।’
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াও নেতাকর্মীদের সহযোগিতা করতে আহ্বান জানান। তিনি বলেন, ‘মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে পাঁচজনের বেশি কর্মী যাবেন না।’
সারাবাংলা/এনআর/একে