Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের তফসিল পেছানোর দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের


৯ নভেম্বর ২০১৮ ১৬:৩৯

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজনৈতিকভাবে বিরোধি দলের দাবি অগ্রাহ্য করে নির্বাচন কমিশনের একতরফা তফসিল পেছানোর দাবি জানিয়েছে গণতান্ত্রিক বামঐক্য নামের একটি সংগঠন। শুক্রবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে তফসিল ঘোষণার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে সংগঠনটি এ দাবি জানায়।

এদিন সংগঠনের সমন্বয়ক ডা. এম এ সামাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশের সাম্যবাদী দলের সম্পাদক কমরেড হারুণ চৌধুরী, জাতীয় বিপ্লবী পার্টিও আহবায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. কমরেড সামছুল আলমসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চলমান রাজনৈতিক সংকট নিয়ে সকল রাজনৈতিক দলের সুরাহা না হতেই নির্বাচন কমিশন তড়িঘড়ি করে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে রাজনৈতিক দলের সংলাপে দেশবাসী গভীর আশান্বিত হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন জাতিকে হতাশ করে রাজনৈতিক দলগুলোকে এক সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। এবারও ২০১৪ সালের ৫ জানুয়ারির মত একটি একতরফা নির্বাচনের দিকে দেশ অগ্রসর হচ্ছে।’

সমাবেশে বক্তরা আরও বলেন, ‘এ অবস্থায় সব রাজনৈতিক দল ও দেশবাসীকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্য আন্দোলন গড়ে তুলবে। অবিলম্বে তাদের দাবি মেনে নিয়ে তফসিল পেছানো হোক অন্যথায় যে কোন পরিস্থিতির দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।’

সারাবাংলা/এআই/এমও

নির্বাচনের তফসিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর