Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলবোর্নে ছুরিকাঘাতে নিহত ১, হামলাকারী আটক


৯ নভেম্বর ২০১৮ ১৩:০৮ | আপডেট: ৯ নভেম্বর ২০১৮ ১৪:০০

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

অস্ট্রেলিয়ার মেলবোর্নের ব্রুকস্ট্রিটে ছুরিকাঘাতে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। দ্য গার্ডিয়ান।

ভিক্টোরিয়া পুলিশ জানায়, বুকে গুলি চালিয়ে হামলাকারীকে আটক করা হয়েছে। তার অবস্থা গুরুতর।

স্থানীয়দের আক্রান্ত এলাকা থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা , এ ঘটনায় একজনের বেশি জড়িত নন। এমনকি এটা সংগঠিত কোন সন্ত্রাসী হামলাও নয়। তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় বারে বন্দুকধারীর গুলিতে নিহত ১২

এছাড়া বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা গেছে ঘটনাস্থলেই  একটি গাড়িতে আগুন জ্বলছে। বোমা নিষ্ক্রিয়কারী দল ও ঘটাস্থলে পৌঁছেছে। ঐ এলাকাটি এখন নিরাপদ বলা হলেও পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে।

সারাবাংলা/এনএইচ

ছুরিকাঘাত মেলবোর্ন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর