Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিছু সংখ্যক রোহিঙ্গা নিতে চেয়েছিল কানাডা: আল-জাজিরা


৯ নভেম্বর ২০১৮ ১২:২৮ | আপডেট: ৯ নভেম্বর ২০১৮ ১২:৩৫

।। আন্তর্জাতিক ডেস্ক।।

মিয়ানমার সেনাদের নির্যাতনের শিকার প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারসহ বাংলাদেশের কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছে। এই বিপুল সংখ্যক শরণার্থীর মধ্য থেকে কিছু রোহিঙ্গা নিয়ে যাবার প্রস্তাব দিয়েছিল কানাডা। তবে বাংলাদেশের পক্ষ থেকে সে ব্যাপারে এখনো আগ্রহ দেখানো হয়নি। এ কথা জানিয়েছেন কানাডার কর্মকর্তারা। খবর আল-জাজিরার।

চলতি মাসের মাঝামাঝি সময় থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রথম দফা প্রত্যাবাসন শুরুর কথা রয়েছে। গত মে মাসে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বাংলাদেশ সফরের সময় বিপদাপন্ন কিছু সংখ্যক রোহিঙ্গা নেওয়ার প্রস্তাব রেখেছিলেন। তারা বলছেন, ওই প্রস্তাব এখনো বহাল রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কানাডার এক কর্মকর্তা বলেন, ফ্রিল্যান্ড বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক ছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশী কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ করবে।

আরও পড়ুন: মধ্য নভেম্বরে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না জাতিসংঘ

রোহিঙ্গা, কানাডা

ওই কর্মকর্তা আরও জানান, বিষয়টি নিয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মধ্যস্থতায় দুই সরকারের মধ্যে আলোচনা চলছে।

এদিকে, জাতিসংঘের মিয়ানমার বিষয়ক মানবাধিকার তদন্তকারীরা বাংলাদেশকে দেশটিতে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন, প্রত্যাবাসিত রোহিঙ্গারা নিপীড়িত হওয়ার উচ্চ-ঝুঁকিতে রয়েছে।

রোহিঙ্গাদের ত্রাণ নিয়ে কাজ করা বিশেষজ্ঞরাও রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে সতর্ক করেছেন। বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক ধর্ষিত নারীরা কানাডায় প্রত্যাবাসিত হলে সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

সাবেক ডাচ কূটনীতিক লায়েতিতিভা আসসুম বলেন, এই পরিস্থিতিতে এটাই মানবিক পদক্ষেপ। তিনি বলেন, যদি কোন বিশেষ গোষ্ঠীর জন্য সীমিত প্রত্যাবাসনের সুযোগ থাকে তাহলে বাংলাদেশের আবারও চিন্তা করা উচিত ও ভিসা অনুমোদন দেওয়া উচিত।

সারাবাংলা/ আরএ/এনএইচ

কানাডা প্রত্যাবাসন রোহিঙ্গা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর