ইসির আচরণবিধি মেনে চলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান কাদেরের
৮ নভেম্বর ২০১৮ ১৯:১৪ | আপডেট: ৮ নভেম্বর ২০১৮ ১৯:৪২
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: তফসিল ঘোষণার পর নির্বাচনের কমিশনের আচরণবিধি আওয়ামী লীগের নেতাকর্মীদের মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজননৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে সেখানে দলের সম্পাদকমণ্ডলীর এক সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর নির্বাচনের কমিশনের আচরণবিধি আওয়ামী লীগের নেতাকর্মীদের মেনে চলবে। আপনাদের মাধ্যমে সে নির্দেশ আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দিচ্ছি।’
ওবায়দুল কাদের বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল থেকে আওয়ামী লীগ ফরম বিতরণ শুরু করবে। সকাল ১০টা থেকে আটটি বুথ থেকে ফরম বিতরণ শুরু হবে।’
গণসংযোগ অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘সারা বাংলাদেশে আমরা গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখব। আজ যেহেতু নির্বাচনের শিডিউল ঘোষণা হবে তাই আগামীকাল থেকে এ জনসংযোগ কার্যক্রম জোরদার করা হবে।’
মন্ত্রী বলেন, ‘নির্বাচনকালীন সরকারে টেকনোক্রেট মন্ত্রী থাকছে না এটা আমি সুনিশ্চিত করে বলতে পারি। তবে মন্ত্রিসভার সাইজ ছোট না বড় হবে সেটা একান্তই প্রধানমন্ত্রীর এখতিয়ার। এটা নিয়ে আগাম কিছু বলব না।’
খালেদা জিয়াকে কারাগারে নেওয়ায় সংলাপের অগ্রগতি ব্যাহত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বেগম জিয়া হাসপাতালে থাকলেও তিনি প্রিজনার। তিনি জেলে থাকলে যা, চিকিৎসার জন্য বাইরে থাকলেও একই স্ট্যাটাস।’
সংলাপের অর্জন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘উই আর হোপিং ফর দ্যা বেস্ট, অ্যান্ড প্রিপায়েরিং ফর দ্যা ওরস্ট।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম,এনামুল হক শামীম, আহমদ হোসেন, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএম মোজাম্মেল হকসহ আরো অনেকে।
সারাবাংলা/এমএইচ/এমও