ক্যালিফোর্নিয়ায় বারে বন্দুকধারীর গুলিতে নিহত ১২
৮ নভেম্বর ২০১৮ ১৭:৫৫ | আপডেট: ৮ নভেম্বর ২০১৮ ১৯:২৫
।। আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি বারে এক বন্দুকধারীর হামলায় অন্তত ১২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০জন। এ কথা জানিয়েছে পুলিশ। খবর বিবিসির।
স্থানীয় সময় বুধবার(৭ নভেম্বর) রাত ১১:৩০(বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর ১:০০টা) ক্যালিফোর্নিয়ার থাউজেন্ড ওকস শহরের ‘বর্ডারলাইন বার এন্ড গ্রিল’ বারে এই ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। বন্দুকধারীকে থামাতে পুলিশ বেশ কয়েকটি গুলি করে। তবে পুলিশের ধারণা, বন্দুকধারী আত্মহত্যা করেছে।
তবে এখনও তার পরিচয় বা হামলার উদ্দেশ্য সম্বন্ধে কিছু জানা যায়নি।
হামলার সময় বারটিতে অন্তত ২০০ মানুষ অবস্থান করছিলেন। সেখানে স্থানীয় একটি কলেজের সঙ্গীত অনুষ্ঠান চলছিল।
স্থানীয় কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র এরিক বুশচো বলেন, ডেপুটিরা যখন ঘটনাস্থলে পৌঁছান তখনও গোলাগুলি চলছিল। বন্দুকধারী সক্রিয় ছিল। নিহতদের মধ্যে একজন পুলিশকর্মীও রয়েছেন।
আরও পড়ুন- নিউইয়র্ক হামলায় বাংলাদেশি আকায়েদ দোষী সাব্যস্ত
সারাবাংলা/ আরএ/জেডএফ