জিম্বাবুয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৪৭
৮ নভেম্বর ২০১৮ ১৪:৪৭ | আপডেট: ৮ নভেম্বর ২০১৮ ১৪:৫৮
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে জিম্বাবুয়েতে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) পূর্বাঞ্চলীয় শহর রুসাপে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় সংবাদমাধ্যম গার্ডিয়ান।
রাষ্ট্রীয় সংবাদপত্র হেরাল্ড দুর্ঘটনার ছবি প্রকাশ করেছে। পত্রিকাটি জানায়, স্থানীয় হাসপাতালের মর্গে নিহতদের লাশ রাখার জন্য স্থান সঙ্কুলান হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ পার্শ্ববর্তী অন্য হাসপাতালের সাহায্য চেয়েছেন।
অব্যবস্থাপনা ও সড়কের বেহাল অবস্থার কারণে সড়ক দুর্ঘটনা জিম্বাবুয়েতে খুব স্বাভাবিক ব্যাপার। গতবছরও দেশটির উত্তরে এমনই একটি বাস দুর্ঘটনায় ৪৩ জনের মৃত্যু হয়েছিলো।
ডেপুটি ট্রান্সপোর্ট মিনিস্টার ফরচুন চেসি জানান, রাস্তাঘাট উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ নিবে। এক টুইটার বার্তায় তিনি বলেন, জীবনের অপচয়।
সারাবাংলা/এনএইচ