Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়পুকুরিয়া কয়লা খনিতে দুর্ঘটনা, চীনা শ্রমিকের মৃত্যু


৮ নভেম্বর ২০১৮ ১৪:০৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

দিনাজপুর : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় দুর্ঘটনায় এক চীনা শ্রমিক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন এক বাংলাদেশি শ্রমিক।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৪ টায় এই দুর্ঘটনা। নিহত শ্রমিকের নাম সান জিং সেং।

কয়লা খনির অভ্যন্তরে কাজ করা শ্রমিকরা জানান, ভোরে ভূগর্ভের ভিতরে কাজ করার সময় হঠাৎ সাপোর্ট খুলে গিয়ে কয়লা ও মাটি ধসে পড়ে। এ সময় চাপা পড়ে এক চীনা ও এক বাংলাদেশি শ্রমিক।

বড়পুকুরিয়া কয়লা খনির জনসংযোগ কর্মকর্তা ও উপ-মহাব্যবস্থাপক একেএম বদরুল আলম জানিয়েছেন, মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান সান জিং সেং। আহত বাংলাদেশি শ্রমিককে খনির নিজস্ব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/এসএমএন

চীনা শ্রমিক বড়পুকুরিয়া কয়লা খনি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর