Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএনএনের সাংবাদিককে বহিষ্কার করেছে হোয়াইট হাউজ


৮ নভেম্বর ২০১৮ ১৩:৪৫ | আপডেট: ৮ নভেম্বর ২০১৮ ১৪:০৪

।। আন্তর্জাতিক ডেস্ক।।

হোয়াইট হাউজে দায়িত্বপালনরত সিএনএন-এর সাংবাদিক জিম অ্যাকোস্টাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে একথা বলা হয়।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের সাথে ওই সাংবাদিকের বাকবিতণ্ডার পর এ সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউজ। প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স অভিযোগ তুলে বলেন, রিপোর্টার একজন নারীর গায়ে হাত তুলেছেন।

তবে অ্যাকোস্টা এ দাবিকে মিথ্যা হিসেবে অভিহিত করেছেন।

আরও পড়ুন: অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করেছেন ট্রাম্প

সংবাদ সম্মেলনে অ্যাকোস্টা ট্রাম্পকে একটির বেশি প্রশ্ন করতে চেষ্টা করেন। তখন ট্রাম্প তাতে সায় দেননি এবং হোয়াইট হাউজের স্টাফ মেম্বারদের একজন অ্যাকোস্টার মাইক্রোফোন কেড়ে নিতে চেষ্টা করেন। অ্যাকোস্টা তাতে বাধা দেন।

স্যান্ডার্স টুইটারে জানান, দায়িত্বপালনরত কোন নারীর গায়ে হাত তোলার মতো বিষয় হোয়াইট হাউজ মেনে নিবে না। আজকের ঘটনার ফলে হোয়াইট হাউজ ওই রিপোর্টারের প্রবেশাধিকার স্থগিত করছে।

সিএনএন এমন ঘৃণ্য কাজে গর্ব করছে বলেও জানান তিনি। তবে সিএনএন জবাবে বলেছে, চ্যালেঞ্জিং প্রশ্ন ছোঁড়ার প্রতিশোধ হিসেবে সাংবাদিককে নিষিদ্ধ করা হয়েছে।

ট্রাম্প বলেন, জিম অ্যাকোস্টা সংবাদ সম্মেলনে ভয়ংকর আচরণ করেছেন।

সারাবাংলা/এনএইচ

জিম অ্যাকোস্টা সিএনএন হোয়াইট হাউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর