Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাগারের পথে খালেদা জিয়া


৮ নভেম্বর ২০১৮ ১১:২৪ | আপডেট: ৮ নভেম্বর ২০১৮ ১১:৫৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা : দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে পুরান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) বেলা সোয়া ১১ টার কিছু পরে বিএসএমএমইউ থেকে তাকে বহনকারী গাড়িটি কারাগারের দিকে রওনা দেয়।

এর আগে গত ৬ অক্টোবর পুরান ঢাকার ওই কারাগার থেকে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা করা হয় তার।

খালেদা জিয়াকে কারাগারে নেওয়াকে সামনে রেখে বিএসএমএমইউ এবং নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের আশপাশের এলাকায় সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়।  মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

এদিকে নাইকো দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চার্জ শুনানির জন্য দিন ঠিক রয়েছে বৃহস্পতিবার (৮ নভেম্বর)। নাজিমুদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারের ভিতরে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ মাহমুদুল কবীরের আদালতে এ বিচার কাজ পরিচালিত হবে।

https://www.youtube.com/watch?v=zManq75fbp4

আরো পড়ুন : খালেদাকে কারাগারে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি, নিরাপত্তা জোরদার

নাইকো দুর্নীতি মামলায় খালেদার চার্জ শুনানি আজ

সারাবাংলা/জেএ/ইউজে/এসএমএন

খালেদা জিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর