Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত


৭ জানুয়ারি ২০১৮ ১৬:১৪

ঢামেক করসপন্ডেন্ট

ঢাকা: আজ (রোববার) রাজধানীর শাহবাগ মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় হাসেম মিয়া (৫০) নামে একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে।

রবিবার (৭জানুয়ারী) দুপুর সোয়া ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় হাসেম মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দুপুর সোয়া ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত হাসেমের চাচাত ভাই মিজানুর রহমান জানান, তারা চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার তালতলি গ্রামের বাসিন্দা। হাসেম জনতা ব্যাংকের বাংলামটর শাখায় নিরাপত্তা কর্মীর কাজ করত এবং সেখানেই বাস করত। তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে থাকে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন বিশ্বাস সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে শাহবাগ মোড়ে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাহন পরিবহনের ধাক্কায় গুরতর আহত হয় হাসেম। আহত অবস্থায় পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাস চালক পালিয়ে গেলেও বাসটিকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

সারাবাংলা/এসএসআর/এমএ

নিহত বাসধাক্কা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর