Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্কারে ‘ডুব’, উচ্ছ্বসিত পার্ণো মিত্র


৭ নভেম্বর ২০১৮ ১৭:০১

এন্টারটেইনমেন্ট ডেস্ক।।

বাংলাদেশ থেকে ৯১ তম অস্কার প্রতিযোগিতায় অংশ নেবে ‘ডুব’। গেলো ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন বলিউড তারকা ইরফান খান ও নুসরাত ইমরোজ তিশা। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পার্ণো মিত্র।

‘ডুব’ অস্কারে যাওয়ায় পার্ণো মিত্র বেশ উচ্ছ্বসিত। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে তিনি নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কারণ এটি তার অভিনীত প্রথম ছবি যেটা অস্কারের মতো মর্যাদাপূর্ণ আসরে দেখানো হবে।

এক সাক্ষাৎকারে পার্ণো বলেন, ‘খুব ভাল লাগছে। অন্যদেশ থেকে হলেও আমার ছবি। ভালো তো লাগবেই । তবে এ তো সবে এন্ট্রি হিসেবে গেছে। ৯৩টা দেশের মধ্যে একটা।’

তবে বিষয়টি নিয়ে এখনো মাতামাতি করতে রাজি নন পার্ণো। তিনি বলেন, ‘আপ্লুত হওয়ার সময় এখনও আসেনি। চূড়ান্ত মনোনয়ন পেলে একটা ব্যাপার হবে বৈকি!‌ অস্কারে ছবি সাবমিট করেই দেখেছি অনেকে খবর করায়। আরে আমি তো এতটা স্টুপিড নই যে এখনই নাচানাচি শুরু করব!‌’

এসময় তিনি পরিচালক মোস্তফা সরোয়ার ফারকীর প্রশংসা করে বলেন, ‘ফারুকী খুব ভাল একজন ফিল্মমেকার। তার সঙ্গে ৪০ দিন শুট করেছি। খুব সহজ এবং শান্ত মানুষ। কাজে মারাত্মক ফোকাস। আমি এখানে যেমনভাবে বন্ধু পরিচালকদের সঙ্গে কাজ করি, ঠিক তেমনই।’

অস্কারে প্রথম পাঁচটি সিনেমার মধ্যে ‘ডুব’ মনোনীত হলে কেমন লাগবে? উত্তরে পার্ণো মিত্র বলেন, ‘তাহলে তো আমি মরেই যাব! তখন আর আমাকে দেখতেই পাবেন না আপনারা। আমি মনে প্রাণে চাই বাংলা সিনেমা প্রতিনিধিত্বকারী সিনেমাটি ভালো অবস্থানে পৌঁছাক।’

বিজ্ঞাপন

সিনেমাটি প্রযোজনা করেছে যৌথভাবে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। এছাড়া সহ প্রযোজক হিসেবে ছিলেন ইরফান খান। আগামী ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে অস্কার আসর।

সারাবাংলা/আরএসও/পিএম

অস্কার ইরফান খান ডুব পার্ণো মিত্র মোস্তফা সরয়ার ফারুকী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর