রূপা হত্যা : দ্বিতীয় দফায় মামলার সাক্ষ্য শুরু
৭ জানুয়ারি ২০১৮ ১৫:৪৯ | আপডেট: ৭ জানুয়ারি ২০১৮ ১৬:০৭
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ঢাকার আইডিয়াল ল’ কলেজের ছাত্রী রূপা খাতুনকে ধর্ষণ ও হত্যা মামলার দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
রোববার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ সাক্ষ্যগ্রহণ শুরু করেন। এতে সাক্ষ্য দেন ৪ জন। এরা হলেন আবুল হোসেন, প্রবীর এম কুমার, রহিজ উদ্দিন ও আব্দুর রশিদ।
ট্রাইব্যুনালে বিশেষ পিপি এ কে এম মো. নাছিমুল আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৮ আগস্ট মধুপুর থানায় গিয়ে লাশের ছবি দেখে রূপাকে শনাক্ত করেন তার ভাই হাফিজুর রহমান। পরে পুলিশ ছোঁয়া পরিবহনের চালক হাবিবুর (৪৫), বাসের তত্ত্বাবধায়ক সফর আলী (৫৫) এবং বাসচালকের সহকারী শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীরকে (১৯) গ্রেফতার করে। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রূপাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
গত ৩১ আগস্ট রূপার লাশ টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থান থেকে উত্তোলন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নিজ গ্রাম আসানবাড়িতে বাবার কবরের পাশে দাফন করা হয়।
সারাবাংলা/টিএম