Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত


৭ জানুয়ারি ২০১৮ ১৫:৩২ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৪৫

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা:
সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এই ব্যাংকগুলোতে নিয়োগের জন্য ২০১৭ সালে জারি করা বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

আগামী চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংক, অর্থ সচিবসহ চারজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রেক্ষিতে রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশিদুল হক খোকন, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানজিম আল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

এই পরীক্ষা বাতিল চেয়ে নিয়োগপ্রার্থী বগুড়ার আসাদুজ্জামান, কুমিল্লার আবু বকরসহ ২৮ জন রিট দায়ের করেন।

রাশিদুল হক খোকন বলেন, রাষ্ট্রায়ত্ব তিনটি ব্যাংক ২০১৬ সালে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু পরীক্ষা না নিয়ে পরের বছর আবার বিজ্ঞপ্তি জারি করায় আমরা রিট করি। ওই রিটের শুনানি নিয়ে আদালত ২০১৬ সালের বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের পরীক্ষা কেন পরের বিজ্ঞপ্তির আগে নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২০১৭ সালের বিজ্ঞপ্তির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এই আদেশের ফলে অন্য ৫ টি ব্যাংকের নিয়োগ পরীক্ষাও স্থগিত হচ্ছে কিনা জানতে চাইলে সহকারী অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু জানান, এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। আদালত শুধু তিনটি ব্যাংকের ব্যাপারেই সিদ্ধান্ত দিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে রাষ্ট্রয়াত্ব ৮ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয় দুই দফায়।

সারাবাংলা/এজেডকে/এমএ/এটি

নিয়োগ ব্যাংক স্থগিত হাইকোর্ট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর