সিনেটে রিপাবলিকান ও প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আধিপত্য
৭ নভেম্বর ২০১৮ ১১:০৫ | আপডেট: ৭ নভেম্বর ২০১৮ ১২:৪৫
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, কংগ্রেসের নিম্নকক্ষ অর্থাৎ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এ সংখ্যাগরিষ্ঠ হতে পারে ডেমোক্র্যাটরা। তবে উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ঠিকই ধরে রেখেছে রিপাবলিকান পার্টি।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সংবাদে বলা হয়, উচ্চকক্ষ বা সিনেটের ৩৫টি আসনের মধ্যে রিপাবলিকানদের ৯টি আসন ঝুঁকিতে ছিলো। বিপরীতে ডেমোক্র্যাটদের ঝুঁকিতে ছিলো ২৬টি আসন। সর্বশেষ প্রাপ্ত ফল অনুযায়ী, সিনেটের ৫০টি আসন পাকাপোক্ত হয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টির। আর ডেমোক্র্যাটদের প্রাপ্ত আসন সংখ্যা ৩৮। এখনো ফল বাকি আছে আরও ১২ আসনের। তাই উচ্চকক্ষে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে রিপাবলিকান পার্টির প্রয়োজন আর মাত্র ১টি আসন।
আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছে মার্কিনিরা
এছাড়া, নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদের ৪৩৫ টি আসনের মধ্যে ৩২৬টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে জানা যায় ডেমোক্র্যাটরা পেয়েছেন ১৬৪টি আসন, রিপাবলিকানরা পেয়েছেন ১৬২টি আসন।
অপরদিকে গভর্নর পদে ডেমোক্র্যাটরা মোট ১৮টি আসন ও রিপাবলিকানরা ২২টি আসনে এগিয়ে আছে।
সারাবাংলা/এনএইচ