Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পুলিশ-ছিনতাইকারী ‘বন্দুকযুদ্ধ’, পুলিশসহ আহত ৩


৭ নভেম্বর ২০১৮ ০৯:৫৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ছিনতাইকারী দলের সঙ্গে বন্দুকযুদ্ধের পর দুজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। বন্দুকযুদ্ধে একজন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ নভেম্বর) রাত ১২ টার দিকে নগরীর কোতোয়ালী থানার মেরিনার্স রোডে এই ঘটনা ঘটেছে।

গ্রেফতার দুইজন হলেন- মো.মাসুদ প্রকাশ কালা মাসুদ (৩০) ও মো.জুম্মন (২৫)।

এদের পায়ে গুলিবিদ্ধ মাসুদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

আহত পুলিশ সদস্যরা হলেন- নগরীর কোতোয়ালী থানার এএসআই রণেশ বড়ুয়া ও রহুল আমিন।

ঘটনাস্থল থেকে একটি এলজি ও ২ রাউন্ড কার্তুজ, ধারালো ছোরা, চুম্বক, মুখোশের বিভিন্ন অংশ এবং একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, জব্দ হওয়া সিএনজি অটোরিকশায় করে পাঁচজন ছিনতাইয়ে বের হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে আগেই এলাকায় অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা অটোরিকশাকে থামানোর সংকেত দিলে ছিনতাইকারীরা গুলি ছোঁড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও দুজন ধরা পড়ে। ছিনতাইকারীদের লক্ষ্য করে পুলিশ মোট চার রাউন্ড গুলিবর্ষণ করেছে বলে জানিয়েছেন ওসি।

এই ঘটনায় ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

সারাবাংলা/আরডি/এসএমএন

চট্টগ্রাম ছিনতাইকারী বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর