মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছে মার্কিনিরা
৭ নভেম্বর ২০১৮ ০৯:৪৬ | আপডেট: ৭ নভেম্বর ২০১৮ ১১:০৯
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য যাচাই ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা অনুমান করতে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল থেকে দেশটির নিউ হ্যাম্পশায়ার, নিউ জার্সি, নিউইয়র্ক এবং ভার্জিনিয়ায় নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যদিও বেশ কয়েক দিন ধরে রেকর্ড সংখ্যক ৩ কোটি ৪৩ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন।
এবারে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ অর্থাৎ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর সব কয়টি (৪৩৫টি) আসনের প্রতিনিধি নির্বাচন করা হবে। উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে ভোট নেওয়া হবে ৩৫টিতে। এছাড়া, ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩৬টিতে গভর্নর নির্বাচিত করবেন ভোটাররা।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, নির্বাচনে অংশ নিচ্ছেন রেকর্ড সংখ্যক নারী, নেটিভ আমেরিকান ও মুসলিম প্রার্থী। গুরুত্ব পাচ্ছে, অভিবাসন, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবা ইস্যু।
আরও পড়ুন: মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়তে পারেন যারা
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর এটিই হচ্ছে প্রথম গণভোট। বর্তমানে রিপাবলিকান দল মার্কিন কংগ্রেসের দুই কক্ষেরই নিয়ন্ত্রণে আছে। তবে বিভিন্ন জরিপে বলা হচ্ছে, ডেমোক্র্যাটরা এবার নিম্নকক্ষ বা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৩টি আসনে জয়ের সম্ভাবনা অনেক। তারা ১০-১৫টি আসন বেশিও পেয়ে যেতে পারে। তবে উচ্চকক্ষ বা সিনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন নিয়ে সংশয় রয়েছে। বর্তমানে প্রতিনিধি পরিষদের (নিম্নকক্ষ) ৪৩৫ আসনের মধ্যে রিপাবলিকানরা ২৩৫ আসনের দখলে আছে। ডেমোক্র্যাটদের দখলে আছে ১৯৩ আসন। এছাড়া শূন্য আছে সাতটি আসন। এদিকে সিনেটের (উচ্চকক্ষ) ১০০ আসনের মধ্যে দুই পক্ষের ব্যবধান ৫১-৪৯।
নিউইয়র্ক টাইমস জানায়, ইস্টার্ন টাইম অনুসারে ভোট গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৬ টায় প্রথম ইন্ডিয়ানা ও কেনটাকিতে। এরপর রাত ১০ টায় অ্যারিজোনা, কলোরাডো, ইডাহো, মনটানা, নেভাডা, নর্থ ডেকোটা, অরেগনে ভোট শেষ হবে। এরপর ক্যালিফোর্নিয়া, আইওয়া, অরেগন, ওয়াশিংটনে ভোটগ্রহণ শেষে হবে। রাত ১১টা থেকে ভোটের ফলাফল আসতে শুরু করবে।
সারাবাংলা/এনএইচ
ডেমোক্র্যাট ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচন মার্কিন কংগ্রেস রিপাবলিকান