প্যারিসের খাদ্য মেলায় অংশ নিলো ইফাদ
৬ নভেম্বর ২০১৮ ২২:৪১ | আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ২৩:২৯
।। সারাবাংলা ডেস্ক ।।
দেশ ও এশিয়ার বাজার ছাড়িয়ে ইফাদ মাল্টিপ্রোডাক্টস লিমিটেডের খাদ্যপণ্য এখন ছড়িয়ে পড়ছে ইউরোপের বাজারেও। সেখানে নিজেদের পণ্যের বাজার আরও শক্তিশালী করতে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য উদ্ভাবনী মেলায় অংশ নিয়েছে এই ব্র্যান্ড।
ইফাদ গ্রুপের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ থেকে ২৫ অক্টোবর প্যারিসে অনুষ্ঠিত হয় ‘নর্ড ভিলপিন্টে-প্যারিসে সিয়াল’ শীর্ষক এই খাদ্য মেলা। খাদ্য পণ্যে উদ্ভাবনের প্রদর্শনী নিয়ে আয়োজিত মেলাটিতে ৩ ও ৪ নম্বর হলের ২০৫ ও ২০৬ নম্বর বুথে ছিল ইফাদ মাল্টিপ্রোডাক্টসের খাদ্যপণ্যের পসরা।
বিশ্বব্যাপী খাদ্যপণ্য ব্যবসায় উৎসাহ দিতে এই মেলার আয়োজন করা হয়।
সারাবাংলা/টিআর