Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় জেএমবির সদস্য গ্রেফতার


৬ নভেম্বর ২০১৮ ১৯:৩৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবির এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৫ নভেম্বর) রাতে পশ্চিম কোমরনই এলাকার নিজের বাড়ি থেকে ওবায়দুর রহমান নামের ওই জেএমবি সদস্যকে আটক করে সদর থানা পুলিশ। এসময় বেশকিছু নিষিদ্ধ ও জিহাদি বইও জব্দ করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, দীর্ঘদিন ধরেই ওবায়দুর রহমান ও তার ছেলেসহ পরিবারের অন্য সদস্যরা জেএমবি’র সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলাও আছে। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

গাইবান্ধা জেএমবি সদস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর