Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেলিকপ্টার দুর্ঘটনায় নবদম্পতির মৃত্যু


৬ নভেম্বর ২০১৮ ১৮:২৭ | আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১৮:৩২

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিয়ের আসর থেকে হেলিকপ্টারে করে রওনা হওয়ার পথে দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক নবদম্পতি ও পাইলটের মৃত্যু হয়েছে। শনিবার (৩ নভেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে জানা যায়, বিবাহ অনুষ্ঠানের মাত্র দেড়-ঘণ্টা পরেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিহত দম্পতি উয়িল বায়লার ও বেইলি অ্যাকারমান বায়লার, সাম হিউস্টন স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সংবাদপত্রেই প্রথম তাদের মৃত্যুর খবর প্রকাশিত হয়। হেলিকপ্টারটির পাইলট জেরাল্ড ডগলাস লরেন্স ছিলেন ভিয়েতনাম যুদ্ধের সৈনিক।

নবদম্পতি, হেলিকপ্টার দুর্ঘটনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের মৃত্যুতে শোক জানিয়েছেন বন্ধুরা। কেউ লিখেছেন, শেষ কিছুদিন তোমাদের সাথে কাটাতে পেরেছি। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

হিউস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট বিবৃতিতে বলেন, কোমল মন ও উদ্যমতার জন্য বিশ্ববিদ্যালয় ওদের সর্বদা মনে রাখবে।

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন: বিমান উড়ার ৫০ মিনিট আগে মদ্যপ জাপানি পাইলট আটক

নবদম্পতি হেলিকপ্টার বিধ্বস্ত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর