Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ককটেল বিস্ফোরণের’ পর ২ জামায়াত-শিবির কর্মী আটক


৬ নভেম্বর ২০১৮ ১৭:৪২ | আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১৭:৪৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে জামায়াত-শিবিরের দুই সক্রিয় কর্মীকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ। নাশকতার উদ্দেশে ককটেল বিস্ফোরণের পর তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (০৬ নভেম্বর) সকালে নগরীর রাহাত্তারপুল এলাকা থেকে আটক করা হয় সাইফুর রহমান সালেহ (২৬) এবং ওমর ফারুক (৪৫) কে। আটকের পর বাকলিয়া থানা জামায়াতের অফিসে অভিযান চালিয়ে জিহাদী বই ও সাংগঠনিক নথিপত্র উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

এদের মধ্যে সাইফুর ছাত্রশিবির এবং ওমর ফারুক জামায়াত ইসলামীর রাজনীতিতে জড়িত বলে সারাবাংলাকে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

দুজনই নাশকতার মামলায় এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছিলেন বলে জানান ওসি। তিনি বলেন, ‘সকালে নগরীর রাহাত্তার পুলে জামায়াত-শিবিরের কয়েকজন নেতাকর্মী মিলে নাশকতার উদ্দেশে ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে দ্রুত থানা থেকে পুলিশের টিম উপস্থিত হলে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। দুজনকে গ্রেফতার করে আমরা আব্দুল লতিফের হাট এলাকায় বাকলিয়া থানা জামায়াতের অফিসে অভিযান পরিচালনা করি।’

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/আরডি/এসএমএন

ককটেল বিস্ফোরণ জামায়াত-শিবির

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর