প্রথম পারমাণবিক প্রকল্পের কাজ শুরু করেছে সৌদি আরব
৬ নভেম্বর ২০১৮ ১৭:০৫ | আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১৭:০৯
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
পরমাণু প্রযুক্তির প্রসারে গবেষণা রিয়্যাক্টরের নির্মাণকাজ শুরু করেছে সৌদি আরব। দেশটির যুবরাজ মুহম্মদ বিন সালমান সোমবার (৫ নভেম্বর) এই প্রকল্পের উদ্বোধন করেন বলে আল-জাজিরার এক সংবাদ প্রতিবেদনে বলা হয়।
গত বছর আন্তর্জাতিক আণবিক সংস্থা (আইএইএ) জানায়, পারমাণবিক রিয়্যাক্টর তৈরির জন্য সৌদি আরবের দুটি প্রস্তাবনা রয়েছে। ১৭.৬ গিগাওয়াট আণবিক শক্তির প্রকল্পটি ২০৩২ সালের মধ্যে বাস্তবায়িত হবে। বিদ্যুৎ উৎপাদনে তেল নির্ভরতা কমাতে দেশটির এই পদক্ষেপ।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে সালমান বলেছিলেন, ইরান পারমাণবিক বোমা তৈরি করলে তার দেশও একই পথ অনুসরণ করতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া ওই সাক্ষাৎকারে সালমান বলেন, পারমাণবিক অস্ত্রের ব্যাপারে সৌদি আরবের উচ্চাকাঙ্ক্ষা নেই। তবে ইরান বোমা তৈরি করলে আমরাও যত দ্রুত সম্ভব তাই করবো।
কিং আব্দুল আজিজ সিটি ফর সায়েন্স এন্ড টেকনোলজি (একএসিএসটি) পরিদর্শনকালে সালমান একই দিনে আরও বেশ কিছু প্রকল্প উদ্বোধন করেন। সেগুলো হলো, নবায়নযোগ্য জ্বালানি, পারমাণবিক জ্বালানি, পানি লবণমুক্ত করা, জেনেটিক মেডিসিন, এয়ারক্রাফট ডিজাইন ও কৃত্রিম উপগ্রহ প্রকল্প।
সারাবাংলা/এনএইচ